দ্রুত পরিবর্তিত এই পৃথিবীর সঙ্গে বদলে যাচ্ছে বাণিজ্যের ভাবনা । অগ্রসরতায় আমরা যুগের সাথে পালা দিয়ে এগোতে পারছি না। প্রায়োগিক এই শাখার তাত্ত্বিক বিষয়গুলোকে সহজবোধ্য এবং প্রায়গিক ও তাত্ত্বিক সমান্তরাল জ্ঞানকে একত্রে এগিয়ে নেয়ার মত প্রতিষ্ঠান বাংলাদেশে সীমিত। সেদিক থেকে হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ বগুড়া, তথা উত্তরবঙ্গবাসীর অভাব পূরণ করবে ইনশাহআল্লাহ।
সভাপতির বানী
প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও শুভানুধ্যায়ী আসসালামু আলাইকুম। হাজী মুহাম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে আধুনিক প্রযুক্তির নির্ভর এবং বিশ্ব উপযোগী শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে ২০১০ সালে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ।
প্রধান পরিচালনা পর্ষদের বানী
শিক্ষার আলো মানুষের মনকে আলোকিত করে, বিকশিত করে মানবিক গুণাবলীকে, মানবিক গুণাবলী অর্জনের একটি অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা আমাদের একটি সাংবিধানিক অধিকার।